বিশ্বসুন্দরী (2020)
একেকটি ভুল একেকটি পথ খুলে দেয়। আর সে পথ যদি হয় ভালোবাসার? সেটিও কি ভুল? কিছু ভুল অবশ্য ফুলের মত সুবাস ছড়িয়ে যায়। বুঝিয়ে দেয়, জীবন সুন্দর। আত্মিক সুন্দরের জয়গান নিয়ে ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর; আপনার কাছের সিনেমা হলে।